WB News : TMC-র মঞ্চ খোলা ঘিরে সংঘাত,এক দশক আগেও সেনাবাহিনীর অপব্য়বহারের নিয়ে অভিযোগ ছিল মমতার ?
ABP Ananda LIVE : তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, 'সেনাকে ব্যবহার করা হচ্ছে বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা পূরণের জন্য, খুব দুর্ভাগ্যজনক।'সেনাকে বিজেপির রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠেছিল ২০১৬ সালেও, ডিসেম্বরের শীতেও উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। সেই সময় এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন সিপিএমের সাংসদ। ২০১৬-র ৯ই ডিসেম্বর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বিজেপি বলছে যে তারা চিঠি পাঠিয়েছে, তৃণমূলের সরকার বলছে চিঠি পাইনি, এই করে যদি যুদ্ধ যুদ্ধ খেলাটা যদি চলতে থাকে, আসল যে সমস্যা এই যে একশো এগারো-বারো জন লোক লাইনে মরে গেল, এই সমস্ত ইস্যু থেকে দৃষ্টি ঘুরে যাবে, আর এই যুদ্ধ যুদ্ধ খেলা চলতে থাকবে।'
আরও খবর...
গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ, ট্যাংরা থেকে ধরল পুলিশ
গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার রাকেশ। আজ ধৃত বিজেপি নেতাকে আদালতে পেশ করা হবে। প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর চালানোয় অভিযুক্ত রাকেশ।