Rinku Son Death: দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু
ABP Ananda Live: দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। নিউটাউনে সাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়। আজ সকালে সাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ।
'ভারতের দিকে চোখ তুলে তাকালে একটাই শাস্তি, ধ্বংস', হুঙ্কার প্রধানমন্ত্রীর
'ভারতের দিকে চোখ তুলে তাকালে একটাই শাস্তি, ধ্বংস। পাকিস্তানের ঘরে এই জঙ্গিরা লুকিয়ে ছিল। ভারতের সেনা, বায়ুসেনা, নৌবাহিনী পাকিস্তানের সেনাকে সবক শিখিয়েছে। পাকিস্তানের এমন কোনও ঠিকানা নেই, যেখানে জঙ্গিরা স্বস্তিতে থাকতে পারে। আমরা ঘরে ঢুকে মারব', হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নেওয়া হয়েছে আইসোলেশনে !
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মুম্বইগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর 6E5227 বিমানে বোমাতঙ্ক। বিমানটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।