Rinku Son Death: 'পুরোপুরি অচৈতন্য অবস্থায় পড়েছিল', জানালেন রিঙ্কু পুত্রের প্রতিবেশী

ABP Ananda Live: 'পুরোপুরি অচৈতন্য অবস্থায় পড়েছিল। আমরা কোনও সেন্স পাইনি। ' জানালেন প্রতিবেশী 

 

'রাতে ওর দুই অফিস কলিগ ছিল ফ্ল্যাটে', জানালেন রিঙ্কু

ছেলে যে ভাল নেই, তা বুঝতে পারছিলেন তিনি। স্বামীর সঙ্গে কথাও বলবেন ভেবেছিলেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। ছেলে প্রীতম দাশগুপ্ত, ওরফে সৃঞ্জয়ের মৃত্যুর পর এমনটাই জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। জানালেন, তিনিই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান ছেলেকে। কিন্তু সেখানে গিয়ে জানলেন সব শেষ। 

দিলীপের সঙ্গে রিঙ্কু ঘর বেঁধেছেন এখনও একমাসও হয়নি। আর সেই অবস্থাতেই মঙ্গলবার ছেলের মৃত্যু দেখতে হল রিঙ্কুকে। নিউটাউনের শাপুরজির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রীতমের দেহ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালে। আর সেই অবস্থাতেই ছেলের কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন রিঙ্কু। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola