West Bengal: বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি মামলায় নথি আদানপ্রদানের প্রক্রিয়া অসম্পূর্ণ, হাইকোর্টে পিছলো শুনানি

Continues below advertisement

১৭ জন বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় নথি আদানপ্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় হাইকোর্টে পিছলো শুনানি। যে কোনও নিরপেক্ষ এবং স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত হোক। সম্পত্তির খতিয়ান আগেও দেওয়া হয়েছে, ফের দিতে কোনও অসুবিধা নেই। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে আদালতে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর আইনজীবী।তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলার পাল্টা বিরোধীদলের ১৭ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলায় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, রাহুল সিন্হা, অগ্নিমিত্রা পাল, তন্ময় ভট্টাচার্য, মহম্মদ সেলিম-সহ ১৭ জন বিরোধী নেতার। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram