TMC VS BJP Clash:'তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব',হুঁশিয়ারি শুভেন্দুর

ABP Ananda Live: 'দশ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। তখন তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব', হুঁশিয়ারি দিলেন শুভেন্দু
অধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিধায়ক সওকত মোল্লাও পাল্টা হুমকি দিয়ে বলছেন, গায়ে হাত লাগালে আমরাও দেখে নেব।

 

ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার, উত্তাল পশ্চিমবঙ্গ থেকে দিল্লির রাজনীতি

ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে, উত্তাল পশ্চিমবঙ্গ থেকে দিল্লির রাজনীতি। কিনতু, এই ভূতুড়ে ভোটারদের নাম তালিকায় ঢোকাচ্ছে কারা? তৃণমূল গোড়া থেকেই অভিযোগ তুলছে, বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের দিকে। কিনতু, বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে, রাজ্য় সরকার কি ভুয়ো ভোটার নিয়ে দায় এড়াতে পারে? মঙ্গলবারও জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন,  পশ্চিমবঙ্গে যে CEO অফিস আছে, ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস, তার বেশি কিছু নয়। সেই অফিসকে দিয়ে এবং তার নীচে BDO, SDO এবং প্রচুর চুক্তি ভিত্তিক কর্মী, যাদের দিয়ে কাজটা করানো হয়। এনিয়ে বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola