Morning News : ৩ দশক পর শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করল তৃণমূল, আরও খবর
Continues below advertisement
মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় শুরু বিজেপির। সূত্রের খবর, ২ জুলাইয়ের মধ্যে নতুন সরকার গঠন হতে পারে। মহারাষ্ট্রের মসনদ দখল নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করতে আজ সকালে দেবেন্দ্র ফড়ণবীসের বাড়িতে বৈঠকে বসতে পারে বিজেপির কোর কমিটি।
৩ দশক পর শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করল তৃণমূল। পাশাপাশি পাহাড়ের ভোটেও খাতা খুলল বঙ্গের শাসক দল। এদিকে, ৪৫ আসনের মধ্যে ২৭টিতে জয়ী হয়ে GTA’র রাশ গেল অনীত থাপার দলের হাতে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee West Bengal News Trinamool Congress Darjeeling Mamata Banerjee Morning News Gorkha Party GTA Polls