Mamata Banerjee: ম্যানমেড বন্যা, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: ডিভিসির ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, এটা ম্য়ান মেড বন্য়া, পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়ে দিয়েছে। পাল্টা বিরোধী দলনেতা বললেন, বাঁধগুলোই কমজোরি, তাই বন্য়ার জন্য় মুখ্য়মন্ত্রীই দায়ী।
আরও খবর, রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? ফের তৃণমূলের রোষের মুখে পড়লেন আর জি কর-কাণ্ডের প্রতিবাদীরা। কালনায় সরকারি। অনুষ্ঠানের মঞ্চ থেকে রাতদখল কর্মসূচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁদের পাল্টা সমালোচনা করেছেন অপরাজিত আঢ্য, পরমব্রত চট্টোপাধ্যায়রা। অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক আবার এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন।
যতক্ষণ না নিরাপত্তা পাওয়া যাবে, ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সুপ্রিম কোর্টও বুঝিয়ে দিয়েছে, রাজ্য় সরকারের পদক্ষেপে তারাও সন্তুষ্ট নয়। সরকারি প্রকল্পের অধীনে অস্থায়ী কর্মীদের হাসপাতালের নিরাপত্তার কাজে লাগানো নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত।