Calcutta High court: 'রাজভবনের সামনে তৃণমূলের ধর্না, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি', হাইকোর্টে জানাল রাজ্য | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: রাজভবনের সামনে তৃণমূলের ধর্না, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, শুভেন্দুর করা মামলায় হাইকোর্টে জানাল রাজ্য সরকার । 'কেন নেওয়া হয়নি ?  নিজেদের নিয়ন্ত্রনে না আনতে পারলে অন্যদের কি করে রাখবেন ?  কোনও পদক্ষেপ কি করতে চান ?',  রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার । 'শাসকদলকে আড়াল করে বিরোধীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ', আমরা জঙ্গি নই, ধর্ণায় বসলে কি অসুবিধা ? ধর্ণায় বসতে চেয়ে হাইকোর্টে অভিযোগ শুভেন্দুর । 

লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে গতকাল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী । নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পুর-পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যা বলেন,' মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা, পঞ্চায়েত রাখার দরকার কী?' প্রশ্ন তোলেন মমতা।মুখ্যমন্ত্রীর কথায়, 'টাকার বিনিময়ে পৌরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলব তদন্ত করবার জন্য। আমি চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি। সেখানে রাম-শ্যাম-যদু-মধু যেই হোক, কাউকে ছাড়বেন না। এমনকি আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না।' তিনি আরও বলেন, 'সল্টলেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে ? ছবি দেখালে লজ্জা পাবেন, কত দিতে হয়েছে ? কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন কাজ করে না সল্টলেকের কাউন্সিলরেরা ? পুলিশের চোখে কিছুই পড়ে না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram