Mid Day Meal : মিড ডে মিলের চালে মরা ইঁদুর-টিকটিকি, কড়া পদক্ষেপ রাজ্যের
Continues below advertisement
মালদার (Malda) চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মি়ড ডে মিলের (Midday Meal) জন্য মজুত চালে মরা টিকটিকি এবং ইঁদুর উদ্ধারের ঘটনায় কড়া । পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা রায় ও সাব ইন্সপেক্টর অফ স্কুলস আব্দুল হানিফকে। সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, স্কুলের । চুক্তিভিক্তিক কর্মী স্বপ্না সরকারকে বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষাদফতর। গত বুধবার চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য মজুত করা চালের ড্রামের ভিতর মেলে মরা টিকটিকি ও ইঁদুর। এই ঘটনায় বিডিও-র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতে শিক্ষা দফতরের কাছে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন মালদার জেলাশাসক (West Bengal Government)।
Continues below advertisement