Mid Day Meal : মিড ডে মিলের চালে মরা ইঁদুর-টিকটিকি, কড়া পদক্ষেপ রাজ্যের

Continues below advertisement

মালদার (Malda) চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মি়ড ডে মিলের (Midday Meal) জন্য মজুত চালে মরা টিকটিকি এবং ইঁদুর উদ্ধারের ঘটনায় কড়া । পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা রায় ও সাব ইন্সপেক্টর অফ স্কুলস আব্দুল হানিফকে। সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, স্কুলের । চুক্তিভিক্তিক কর্মী স্বপ্না সরকারকে বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষাদফতর। গত বুধবার চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য মজুত করা চালের ড্রামের ভিতর মেলে মরা টিকটিকি ও ইঁদুর। এই ঘটনায় বিডিও-র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতে শিক্ষা দফতরের কাছে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন মালদার জেলাশাসক (West Bengal Government)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram