Hawker Eviction: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে জেলায় জেলায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ। ABP Ananda Live

Continues below advertisement

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া বার্তার পরে জেলায় জেলায় চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। অনেক জায়গায় বাধার সমমুখীন হতে হচ্ছে পুরকর্মীদের। শনিবার বীরভূম, মালদা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হল। 

বোলপুর, রামপুহাট, ইংরেজবাজার, সুভাষগ্রাম- মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর টনক নড়েছে প্রশাসনের। ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত। আর এর মধ্যেই জাতীয় পতকা হাতে আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। করা হয় রাস্তা অবরোধ। আটকে দেওয়া হয় পুলিশের গাড়ি। শনিবার সকাল থেকে, বোলপুর, রামপুরহাটের পাশাপাশি, বিভিন্ন জেলায় উত্তেজনা দেখা দেয়। 

এদিন সকালে রামপুরহাট স্টেশন সংলগ্ন ডাকবাংলো মোড়ে রেলের জায়গায় বসা হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশ। বাধা দেন ব্যবসায়ীরা। বুলডোজারের সামনে শুয়ে পড়ে চলে বিক্ষোভ। রামপুরহাটে ব্যবসায়ীদের সর্মথনে পথে নামে কংগ্রসে। মিছিলের পাশপাশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সরকারি জায়গা দখল করে থাকা তৃণমূলের পার্টি অফিস ভাঙার দাবি জানান কংগ্রেস কর্মীরা। 

রামপুরহাটের পাশপাশি বোলপুরের চিত্রা মোড় থেকে রাস্তার দুপাশে অবৈধ কাঠামো ভাঙার কাজ শুরু করে বোলপুর পুরসভা। দুটি বুলডোজার নিয়ে চিত্রা মোড় থেকে শান্তিনিকেতনের ভুবনডাঙা পর্যন্ত চলে দোকান ভাঙার কাজ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram