WB News: তোলা চেয়ে ব্যবসায়ীদের হুমকি, তদন্তে নেমে তৃণমূল নেতাকে নোটিস!

Continues below advertisement

ABP Ananda Live: তোলা চেয়ে ব্যবসায়ীদের হুমকি, তদন্তে নেমে তৃণমূল নেতাকে নোটিস। কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যান লখিন্দর মণ্ডলকে পুলিশের সমন। তোলাবাজির অভিযোগে ভাগ্নেকে গ্রেফতারের পরে মামাকে পুলিশি তলব। বারবার ৪বার নোটিসেও গরহাজির, ফের তৃণমূল নেতাকে পুলিশের সমন । একাধিক মামলায় বর্ধমান জেলে তৃণমূল প্রাক্তন কাউন্সিলরের ছেলে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখের ছেলে সাদ্দাম শেখ। জঙ্গলের ছেলে সাদ্দামের বিরুদ্ধে জেল থেকেই তোলাবাজির অভিযোগ। পুরসভার ভাইস চেয়ারম্যানের ভাগ্নেকে দিয়ে তোলাবাজির অভিযোগ। তোলাবাজির অভিযোগে ভাগ্নেকে গ্রেফতারের পরে মামাকে পুলিশি তলব। 'যে ফোন থেকে সাদ্দামের নির্দেশ, লখিন্দরের গুদাম থেকে সেই ফোনের হদিশ'
ফোনের সূত্রেই তৃণমূল নেতা লখিন্দরকে বারবার সমন: পুলিশ সূত্র । ১৩ সেপ্টেম্বর ভাগ্নে অমিত গ্রেফতার, তারপর থেকেই পুরসভায় গরহাজির লখিন্দর। জেলবন্দি আসামীর নির্দেশে ব্যবসায়ীদের থেকে টাকা তুলত লখিন্দরের ভাগ্নে। 'সেই ঘটনাতেই নোটিস, দেখা করতে বলেছিলাম, জানি না কোথায় আছে'। উপ পুরপ্রধানকে নোটিস নিয়ে দাবি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। 'সব মিথ্যে অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লখিন্দর মণ্ডল'। 'মিথ্যে অভিযোগে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা চলছে'। তোলাবাজির মামলায় সমন নিয়ে দাবি তৃণমূল নেতার স্ত্রীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram