ABP News

Mamata Banerjee: বিহারের লোকদের নাম তুলছে অনলাইনে। কেন অনলাইনে হবে?: মমতা

Continues below advertisement

ABP Ananda Live: ২৬-এর আগে ফের ভুতুড়ে ভোটার বিতর্ক। বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বিহারের লোকদের নাম তুলছে অনলাইনে। কেন অনলাইনে হবে? বিজেপি ৪০ লক্ষ ভোট বাড়ল কী করে মহারাষ্ট্রে?: মমতা । রাজ্যে নথিভুক্ত হচ্ছে ভুয়ো ভোটার। ২৬-এর আগে সরব তৃণমূল। অনলাইনে নাম নথিভুক্তের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে শাসক দল। তালিকা সংশোধন করেন DM-রা, আগে জানতেন না, পাল্টা শুভেন্দু। 

 

হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার, বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশনের। খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে । রিপোর্টে উল্লেখ, গত বছরের অগাস্টের ৫ থেকে ১৫ তারিখ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করতে হবে। 'হাসিনা দেশ ছাড়ার পর অসংখ্য থানায় হামলা চালিয়েছে উন্মত্ত জনতা'। 'পুলিশ আধিকারিকদের পিটিয়ে মারা হয়েছে'। 'আওয়ামি লিগের নেতা, কর্মীরা আক্রান্ত হয়েছেন'। 'হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন'
জুলাই অভ্যুত্থানের মহিলা আন্দোলনকারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামি লিগ, রিপোর্টে উল্লেখ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram