WB News: আবাস প্রকল্পের সমীক্ষা প্রায় শেষের পথে, রায়দিঘি বিধানসভায় কয়েকশ মানুষের নাম না থাকার অভিযোগ

ABP Ananda Live: বাংলা আবাস প্রকল্পে প্রথম দফার সমীক্ষা প্রায় শেষের পথে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভায় কয়েকশ মানুষের তালিকায় নাম না থাকার অভিযোগ মথুরাপুর বিডিও অফিসে ভিড় জমিয়েছেন নিজেদের বঞ্চিত বলে দাবি করা এই সব মানুষ। ব্লক প্রশাসন নতুন করে আবেদন করতে বলায় আবেদন করছেন তাঁরা। মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জানিয়েছেন, নতুন করে প্রচুর মানুষ আবেদন করছেন। এই আবেদনের ভবিষ্যৎ কী হবে, তা জেলা প্রশাসন বলতে পারবে বলে জানিয়েছেন তিনি। 

 

আরও খবর, একদিন পরেই রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ!  অস্ত্রপাচার চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের টাস্ক ফোর্স। শিয়ালদা স্টেশনের কাছেই মিলল অস্ত্রভাণ্ডারের হদিশ। অস্ত্র পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি। গত শনিবার সন্ধে সাড়ে ৭টা। জমজমাট বৈঠকখানা বাজার। তারইমধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্য়ক্তির হাত চেপে ধরে সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশকর্মী। ব্যাগে কী আছে তা জানতে চেয়ে, ব্যাগ খুলতে বলা হয়। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একের পর আগ্নেয়াস্ত্র, কার্তুজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola