Fake Voters: কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বারবার বাংলাদেশিদের কাছে ভারতের বিভিন্ন নথি থাকার খোঁজ মিলেছে

ABP Ananda Live: এর আগেও বাংলাদেশিদের কাছে ভারতের নথি।এই প্রথম নয়, এর আগেও পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বারবার, বাংলাদেশিদের কাছে, ভারতের বিভিন্ন নথি থাকার খোঁজ মিলেছে। যেমন, পূর্ব বর্ধমানের কাটোয়ায়... জেঠু-জেঠিমাকে বাবা-মা সাজিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের নাগরিক। আরেকজন আবার শ্বশুরকে ‘বাবা’ বলে ভুয়ো পরিচয় দিয়ে তৈরি করেছিলেন ভারতীয় পাসপোর্ট! শুধু তাই নয়, বাংলাদেশি জঙ্গি শাদ রাডির কাছেও ভারতীয় পাসপোর্ট মিলেছিল বলে সূত্রের খবর।এর আগে একটি মামলায় সরকারি আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ৭৩ জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে। কলকাতা পুলিশ সূত্রে দাবি, এই সংখ্য়াটা বেড়ে ২৫০-ও হতে পারে। সূত্রের খবর, ED-র স্ক্য়ানারেও ইতিমধ্য়েই উঠে এসেছে ৫০০টি ভারতীয় পাসপোর্ট! তার মধ্য়ে ৩৫০-টি পাসপোর্টের তথ্য ইডির হাতে পৌঁছেছে বলে সূত্রের খবর। কীভাবে পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল, কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্য়েই বিশেষ টিম তৈরি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola