TMC News : কাজ বন্ধ করতে বলে চড়াও কাউন্সিলর! ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও কিছু না করার সাফাই

Continues below advertisement

ABP Ananda LIVE : কালনা, বনগাঁর পরে এবার চন্দ্রকোণায় তৃণমূল কাউন্সিলরের তাণ্ডব! এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'! ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও কিছু না করার সাফাই তৃণমূল নেতার! বাড়ির ছাদে টিনের শেড, কাজ বন্ধ করতে বলে চড়াও কাউন্সিলর! রণংদেহী কাউন্সিলর, হুমকি থেকে গায়ে হাত, বাদ গেল না কিছুই! পুরসভার আইন মেনেই নির্মাণের কাজ, দাবি অভিযোগকারীদের। হামলার অভিযোগ উড়িয়ে বেআইনি নির্মাণের পাল্টা দাবি কাউন্সিলরের। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা, আশ্বাস চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সনের। চন্দ্রকোণা থানায় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। 

নিয়োগদুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঘিরে দুই বিচারপতির ভিন্ন মত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ভিন্ন মত।  সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ।  মামলা যাবে প্রধান বিচারপতির কাছে।  গঠিত হবে তৃতীয় বেঞ্চ।  সেখানেই হবে ভাগ্য নির্ধারণ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত যুব তৃণমূল নেতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram