WestBengalNews:'চিকিৎসকদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপ করেছি আমরা',প্রশাসনিক বৈঠকে কী বললেন মুখ্যসচিব ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'চিকিৎসকদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপ করেছি আমরা', প্রশাসনিক বৈঠকে কী বললেন মুখ্যসচিব ? ।
আরও খবর...
চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে দেওয়া কেস ডায়েরিতে চালান ছিল, দাবি রাজ্যের। চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে, মন্তব্য বিচারপতি পারদিওয়ালার। পরের শুনানির দিন চালান আনতে হবে, নির্দেশ আদালতের।
আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই।
রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের । পুলিশকে না জানিয়েই রাজ্য জুড়ে প্রতিবাদ, কী করব? সওয়াল কপিল সিব্বলের। আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের । পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, প্রতিবাদে তোলপাড় রাজ্যে এবার বার্তা মুখ্যমন্ত্রীর।