Fake Passport : ট্র্যাভেল এজেন্সির পিছনে জালিয়াতি চক্র? মনোজ গুপ্তই পাসপোর্ট জালিয়াতির কিংপিন?
ABP Ananda LIVE: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার। ধৃত মনোজ গুপ্ত জালিয়াতি চক্রের অন্যতম মাথা বলে লালবাজারের দাবি। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ।
অবশেষে বাগে এল বাঘিনী। সিমলিপাল থেকে পালানো বাঘিনীকে শেষমেশ কাবু করতে পারল বন দফতর। ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে শেষে বাঁকুড়ার গোঁসাইডিহিতে এসে ধরা পড়ল বাঘিনী। বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সিগনাল অনুযায়ী, বাঘিনীর গতিবিধির ওপর নজর রেখছছিলেন বনকর্মীরা। আজকে ধরা হল। গোঁসাইডির জঙ্গলে ফেন্সিং করা হয় নেট দিয়ে। এদিন সকাল থেকে বন দফতরের এবং বিশেষ টিম আসে। নেট দিয়ে আয়তন ছোট করা হয়। গুলি করা হয়।