WB News: এক পুজোর আগে গ্রেফতার, আরেক পুজোর আগে মুক্ত কেষ্ট
ABP Ananda Live: এক পুজোর আগে গ্রেফতার, আরেক পুজোর আগে মুক্ত কেষ্ট। তিহাড় জেলের বাইরে অনুব্রত মণ্ডল, আনতে গেলেন মেয়ে সুকন্যা। গরুপাচারে সিবিআইয়ের পর ইডির মামলাতেও কেষ্টর জামিন। প্রায় ২ বছর পরে জামিন, তিহাড় থেকে আজই ফিরছেন অনুব্রত মণ্ডল: সূত্র। তিহাড় জেলের ৩ নম্বর গেট দিয়ে বেরিয়ে এলেন অনুব্রত মণ্ডল।
আরও খবর, আর জি কর কাণ্ডে সিবিআই রাডারে নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ সৎকারে কী ভূমিকা? ঘটনার দিন সন্দীপের সঙ্গে কী কথা? তৃণমূল বিধায়ককে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। গতকালের পর আজও সিজিও-তে আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক। কার চাপে সন্ধের পরেও তড়িঘড়ি ময়নাতদন্ত? জানতে চায় সিবিআই। আর জি করে চিকিৎসকের দেহ উদ্ধারের আগের দিন থেকেই ছুটিতে যান অভীক দে। নেননি কোনও অনুমতি। মগের মুলুক বানিয়ে তুলেছিলেন এসএসকেএম-কে। স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানান ডিন। বিচারের দাবিতে এবার থানা শুদ্ধিকরণে বিজেপির মহিলা মোর্চা। মানিকতলায় ঝাঁটা হাতে ব্যারিকেড টপকালেন লকেট। বেহালায় গঙ্গাজল-গোবর ছড়ালেন অগ্নিমিত্রা। নিয়োগের দাবিতে ফের এসএসসি ভবন অভিযানে উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থীরা। সল্টলেকে তুলকালাম। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের বাসে তুলল পুলিশ।