Sujan Chakraborty: 'হাড়োয়াতে যা ঘটেছে সেই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে', মন্তব্য সুজন চক্রবর্তীর
Continues below advertisement
ABP Ananda Live: 'হাড়োয়াতে যা ঘটেছে সেই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে। একভাবে লাগোয়া এই ঘটনা ঘটে আসছে , প্রথমে গোসাবা তারপর সন্দেশখালি আর এখন হাড়োয়া। এই ঘটনা ঘটতেই থাকবে কারণ একটা দল যদি ধান্দার জন্য রাজনীতি করে তাহলে এমনই ঘটবে', হাড়োয়া কাণ্ডে মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।
আরও খবর, ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। 'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর।
Continues below advertisement