Kali Puja: ভিন্ন ভিন্ন রূপে একশোরও বেশি কালী মূর্তি! পূর্ব বর্ধমানে কালী-গ্রামে শক্তির আরাধনা

Continues below advertisement

ABP Ananda Live: পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুর গ্রামের নামই মা কালীর নামে। কালী-গ্রাম বলেই দূর দূরান্তে পরিচিত এই এলাকা। কথিত আছে এই আমাদপুর গ্রামেই একসময় ছিল বেহুলা নদী। বহু বাণিজ্য তরী যাতায়াত করত এই নদীপথে। বেশিরভাগ সময়ে দস্যুদের হাতে পড়ে সর্বস্ব খোয়াতে হত বণিকদের। নদীর ধারেই ছিল মহাশ্মশান। সেখানে কালী সাধনা করতেন এক সাধু। দস্যুদের হাত থেকে বাঁচতে সেখানে পুজো দিতে শুরু করেন বণিকরা। সেই থেকে এখানে কালী পুজো শুরু হয়। ৩০০ থেকে ৪০০ বছর আগে বড়কালীর পুজো হয়। এই গ্রামে চার বোন রূপে দেবী কালীর পুজো হয়। বড়মা, মেজমা, সেজমা, ছোটমা। এছাড়াও রয়েছেন সিদ্ধেশ্বরী, বুড়িমা, ডাকাত কালী, খ্যাপা মা, আনন্দময়ী মা। বিভিন্ন নাম ও ভিন্ন ভিন্ন রূপে একশোরও বেশি কালী মূর্তির পুজো হয় এই গ্রামে। গ্রামে ঢুকলে প্রথমেই প্রায় ২০ ফুট উচ্চতার বড় মায়ের দর্শন পাওয়া যাবে। আরও কিছুটা এগোলেই রয়েছেন প্রায় একই উচ্চতার মেজ মা। পাশে রয়েছে সেজ মা ও ছোট মায়ের মন্দির।  কালী পুজোর দিন ভৈরবেরও পুজো হয় এই গ্রামে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram