Jalpaiguri: ১০ দফা দাবি নিয়ে এবার প্রতীকী অনশনে বসলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা

Continues below advertisement

ABP Ananda Live: ১০ দফা দাবি নিয়ে এবার প্রতীকী অনশনে বসলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২১ জন চিকিৎসক। তাঁদের সঙ্গেই অনশনে বসেছেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। অনশনে যোগ দিয়েছেন হাসপাতালের প্রাক্তনী এবং চিকিৎসক কমলেশ বিশ্বাস। অনশন মঞ্চ থেকেই থ্রেট কালচারের জন্য় চাকরি ছেড়েছিলেন বলে দাবি তোলেন তিনি। হাসপাতালের ওপিডি বন্ধ থাকায় জরুরি বিভাগে বাড়ছে রোগীদের ভিড়। 

আরও খবর, মুখ্য়সচিবের সঙ্গে চিকিৎসক সংগঠনগুলির বৈঠকেও কাটল না জট। ১০টির মধ্যে ৩ দাবি নিয়ে কোনও টাইমলাইন নয়। স্বাস্থ্যসচিবের অপসারণ, ছাত্র সংসদ নির্বাচন ও হেলথ রিকরুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে তদন্ত নিয়ে পরে সিদ্ধান্ত।  বৈঠকে জানালেন মুখ্যসচিব। '১০ টির মধ্যে ৭টি দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, ২ দিনে আগে কী কী কাজ করা হয়েছে, সেটাও জানানো হয়েছে। বাকি ৩টি দাবি জানানো হয়েছে, টাইমলাইন চেয়েছিল, কোনও টাইমলাইন নয়, প্রশাসনিক সিদ্ধান্ত যখন হবে জানানো হবে', বললেন মুখ্যসচিব।

 

 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram