Ramkrishna Mission: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্তকে

Continues below advertisement

ABP Ananda Live: জলপাইগুড়ি (Jalpaiguri) রামকৃষ্ণ মিশনে হামলার ১৩ দিনের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপ রায়। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। তুঙ্গে রাজনৈতিক তরজা।

১৯ মে থেকে ১ জুন.... প্রায় ২ সপ্তাহ পার! জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখল ও হামলার ঘটনায় ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত প্রদীপ রায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার পর জলপাইগুড়িতে গিয়ে গা ঢাকা দেন প্রদীপ। শনিবার রাতে বাস ধরার জন্য আসেন শিলিগুড়ি বাসস্ট্যান্ডে। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে গত ১৯ মে ভোরে। শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুগাড়ায় প্রায় তিন একর জমির ওপর অবস্থিত এই সেবক হাউস। রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, এই বাড়িটি দান করেছিলেন এক ভক্ত। এখানে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক। ভোর রাতে সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ে সেখানে ঢুকে পড়ে জমি মাফিয়া প্রদীপ রায়। নিরাপত্তারক্ষী এবং আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। সিসিটিভি ক্য়ামেরা ভেঙে ফেলার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয়  মোবাইল ফোন। অভিযোগ, বেধড়ক মারধর করে সন্ন্য়াসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram