TMC News: 'অসৎ থেকে সাবধান', কাকে বার্তা ববির? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda LIVE : 'শিয়ালদা স্টেশনের উপর থেকে ঢিল মারলে, যার মাথায় পড়বে সে তৃণমূল'। 'বলব না যে, তৃণমূল যারা করছে, তারা গঙ্গাজলে স্নান করে এসেছে'। 'নিশ্চিতভাবে দলে অসৎ মানুষ আছে'। 'তাদের থেকে সতর্ক থাকতে হবে'। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের।

 

আরও খবর, বিচার এখনও মিলল না! যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। সাড়ে ৪ মাস কেটে গেলেও এমনই দাবি আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবার। ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।  

কলকাতার বুকে কয়েক কোটির জাল জীবনদায়ী ওষুধের হদিশ মেলার পর, ক্রেতা ও বিক্রেতা, উভয়ের মধ্যেই ক্রমশ  বাড়ছে আতঙ্ক। ওষুধ বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে জাল ওষুধ কিনে ফেলার ভয়ে বারবার যাচাই করে নিতে চাইছেন ক্রেতারাও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram