Malda News : ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালালচক্র, সহজে রোগী ভর্তির টোপ দিয়ে নেওয়া হয় টাকা

ABP Ananda LIVE : ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালালচক্র। মালদার হবিবপুর বুলবুলচন্ডী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। অভিযোগ সহজে রোগী ব্যর্তীর টোপ দিয়ে বেসরকারি ল্যাবে রক্তের বিভিন্ন পরীক্ষা করানো হয়। এর জন্য রোগীর পরিবারের থেকে নেওয়া হয় টাকা। রোগী ভর্তির পর ধরা পড়ে এই ঘটনা। 

সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার। দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। এই স্কুটারে চেপেই সুশান্ত ঘোষের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।  উদ্ধার হওয়া স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই স্কুটারেই ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। কর্ণাটক থেকে গ্রেফতার ৬ বাংলাদেশি। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকে কলকাতায় এসে তৈরি করেছে জাল আধার, প্যান ও ভোটার কার্ড।বানিয়েছিল ভুয়ো পাসবুক, পাসপোর্টও, দাবি কর্ণাটক পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। অভিষেক সন্তানসম, ঠিক সময়ে আসবে, নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola