West Bengal News: চুরি বিপুল পরিমাণ ওষুধ ! অসুবিধায় পড়তে হবে, জানাচ্ছেন চিকিৎসকেরা

ABP Ananda LIVE: মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি গেছে বিপুল পরিমাণ ইনসুলিন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন। ভিওয়ান্ডি, নাগপুর, রায়পুর, কটক হয়ে কলকাতায় আসার পথে চুরি । চুরি গেছে ৬টি ব্যাচের বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি যাওয়া ৬টি ব্যাচের ইঞ্জেকশন নিয়ে সতর্কতা জারি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। 'চুরি যাওয়া ইঞ্জেকশনগুলি অত্যন্ত সংবেদনশীল, বিশেষ ধরনের RDNA ইঞ্জেকশন'। '২-৪ ডিগ্রি তাপমাত্রায় এগুলিকে সংরক্ষণ ও পরিবহণ জরুরি'। 'তাপমাত্রার হেরফের হলে এই ইঞ্জেকশনগুলির ব্যবহার বিপজ্জনক হতে পারে'। 'চিকিৎসকদের আবেদন, এ বিষয়ে রোগীদের সতর্ক করুন'। 'এই ধরনের ইঞ্জেকশনের ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া হলে রিপোর্ট করুন'। 'এই ধরনের ইঞ্জেকশন কিনলে, যথাযথ জায়গা থেকে রশিদ-সহ কিনুন'। 'চুরি যাওয়া ইঞ্জেকশনগুলি বাজারে এসেছে কিনা, নজর রাখুন'। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola