Fake passport:পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ১। নদিয়া থেকে গ্রেফতার লালবাজারের গোয়েন্দা শাখার
ABP Ananda LIVE : পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ১। নদিয়া থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। ধীরেন ঘোষকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখা।নদিয়ার চাকদায় বাড়ি ভাড়া নিয়ে থাকত অভিযুক্ত ধীরেন ঘোষ। ধীরেন ঘোষের চাকদার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৮। ধৃত মনোজ গুপ্তকে জেরা করেই খোঁজ মিলেছে ধীরেনের, খবর সূত্রের।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার ইতালি-কানেকশন। নদিয়ায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার আরও ১। নদিয়ার চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। ২০০৭ সাল থেকে ১০ বছর ইতালিতে ছিলেন ধৃত ধীরেন ঘোষ। অনেককে ইউরোপে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ধীরেন, ধৃত মনোজ গুপ্তকে জেরায় ধীরেনের খোঁজ, খবর সূত্রের। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৮। কয়েকদিন আগেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করেই এই ধীরেন ঘোষের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। এবার তাকেও গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা শাখা।