WB News: কলকাতায় একদিকে অতিসক্রিয় পুলিশ, তখন সম্পূর্ণ  উল্টো ছবি মুর্শিদাবাদের জঙ্গিপুরে

ABP Ananda Live: কলকাতায় যখন পুলিশকে অতিসক্রিয় দেখা যাচ্ছে, তখন সম্পূর্ণ  উল্টো ছবি মুর্শিদাবাদের জঙ্গিপুরে।  ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকারীরা যখন এলাকায় তাণ্ডব চালাচ্ছে, SDPO-র গাড়ি পোড়াচ্ছে, তখন ভয়ে দোকানের মধ্য়ে ঢুকে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে পুলিশ! ব্যবসায়ীর দাবি, আশ্রয় পেতে পুলিশ রীতিমতো হাতে-পায়ে ধরে! অথচ কসবায় আমরা দেখলাম, চাকরিহারাদের ওপর নেমে এল লাঠি ও লাথি। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন, 'গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল, ঢিল মারা হচ্ছিল, তারপরও পুলিশ কী সুন্দর, অহিংস পুলিশ! আর চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, তাঁরা হিংসা করেননি, টায়ার জ্বালাননি, কোনও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি, ভাঙচুর করেননি, তারপরও যেভাবে আক্রমণ হয়েছে তাঁদের ওপর, এটা অত্য়ন্ত লজ্জার। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola