Ration Scam: ফের রেশন দুর্নীতিতে নাম জড়াল মালদার শাসক দলের নেতার
ABP Ananda Live: রেশন দুর্নীতির অভিযোগে এখনও জেলে রয়েছেন, প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। এই আবহে, ফের রেশন দুর্নীতিতে নাম জড়াল মালদার শাসক দলের নেতার। দুহাজার পনেরো সাল থেকে দুহাজার বাইশ, এই সাত বছরে, শয়ে শয়ে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কোটি কোটি টাকার রেশন সামগ্রী লুঠ করেছেন তৃণমূলের এই নেতা, যিনি আবার নিজেও রেশন ডিলার। দুর্নীতির অভিযোগে তাঁকে আট কোটি টাকা জরিমানা করা হয়েছে, যদিও প্রশ্ন উঠছে, সাত বছর ধরে দুর্নীতি হলে, এতদিন কী করছিল প্রশাসন?
আরও খবর, উন্নয়ন আনা ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। এই অভিযোগ তুলে, মন্ত্রী ও সাংসদের সামনেই, দলীয় বিধায়কের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন গোসাবার তৃণমূলেরই কর্মী-সমর্থকরা। যদিও টাকা আত্মসাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক।