South 24 pargana News : পুরনো লাইসেন্স পুনর্নবীকরণ, ৫১ টি নার্সিংহোমকে শোকজ করল স্বাস্থ্যদপ্তর

Continues below advertisement

ABP Ananda LIVE : দক্ষিণ ২৪ পরগনার ৫১ টি নার্সিংহোমকে শোকজ। লাইসেন্সের মেয়াদ পার হয়ে যাওয়ায় শোকজ করল স্বাস্থ্যদপ্তর। বৈধ লাইসেন্স না দিয়ে পুরনো লাইসেন্স পুনর্নবীকরণ করে আরও ৩৬ টি নার্সিংহোমের লাইসেন্স কেড়ে নেওয়া হল। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কোন পদে দেখতে চান, তা নিয়ে সাম্প্রতিক কালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছাপ্রকাশ করেছেন। এবার তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ডের' হয়ে পোস্ট করে কি শিক্ষামন্ত্রীর রোষে পড়লেন শাসক দলের শিক্ষক নেতা ? পদ খুইয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওই শিক্ষক নেতা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইদুই ইসলাম। সেই সংগঠনের তরফ থেকেই আরজি কর-কাণ্ডের আবহে জহর সরকার যখন পদত্যাগ করলেন, সেই সময় সংগঠনের তরফে সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করা হয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে বলিষ্ঠ ভূমিকায় দেখা যায়, তিনি যাতে রাজ্যের হাল ধরেন, এই বেহাল অবস্থা থেকে রাজ্যের সুরাহা হয়, এরকম একাধিক পোস্ট করা হয়েছিল। সেই পোস্টের প্রসঙ্গই উল্লেখ করে আজ শাসক দলের শিক্ষক-নেতা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। অভিযোগ, সেই পোস্ট প্রকাশ্যে আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের ফোন করে ক্ষোভ প্রকাশ করেন। ফোন করে কড়া হুঁশিয়ারি দেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এরকম পোস্ট করেছেন তা জানতে চান। শুধু, সেই শিক্ষক নেতাকেই নয়, শাসক দলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সহ সভাপতিকেও একইরকমভাবে হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ ব্রাত্য বসু। এমনই অভিযোগ করা হয়েছে। যদিও এনিয়ে শিক্ষামন্ত্রী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram