WB News: ফের সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে 'হয়রানি', নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম?
ABP Ananda Live: পরপর সরকারি হাসপাতাল ঘুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে পরিজনরা। তাও বাঁচানো গেল না রোগীকে। সার্জারিতে পাঠানোর সময় হৃদরোগে মৃত্যু, দাবি এসএসকেএমের। নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। টানা আন্দোলনের পরেও হয়রানি। এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল ঘুরে এসএসকেএমে আনার পরে মৃত্যু।
আরও খবর, পুজো মিটতেই ডেঙ্গির দাপট (Dengue Case) মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ৩০ অক্টোবর পর্যন্ত এখনও রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩ জন। ২৩ জেলার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ। সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে। আক্রান্তর সংখ্যা ৪ হাজার ৩২১ জন। ২ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। ডেঙ্গি আক্রান্তর বিচারে ৩ নম্বরে রয়েছে মালদা, আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯০৪ জন। তালিকার ৭ নম্বরে কলকাতা, এখানে আক্রান্ত ৮৩১ জন। গতবারের তুলনায় আক্রান্তর সংখ্যা কম হলেও, চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার পরিসংখ্যান। ২ জেলাতেই চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ১ হাজার ১০০-র বেশি। এই হারে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় এর আগে ডেঙ্গি সংক্রমণ বাড়েনি।