West Bengal News: পশ্চিমবঙ্গের মেধাবীদের পথ দেখাতে পথচলা শুরু করল এক নতুন সংস্থা, স্টারএবস

ABP Ananda Live: পশ্চিমবঙ্গের মেধাবীদের পথ দেখাতে পথচলা শুরু করল এক নতুন সংস্থা। স্টারএবস।তাদের তরফে বুধবার আয়োজন করা হয় একটি কনফারেন্সের। বিষয় ছিল 'অর্থনীতি ও অর্থব্যবস্থার উপর স্থায়ী এবং উদীয়মান সমস্যা'। এখানে মেধাবী পড়ুয়াদের জন্য থাকবে বিভিন্ন কোর্স। ব্যবস্থা করা হবে প্রশিক্ষণের। শুধু অর্থনীতি নয়, সমাজবিজ্ঞানের মেধাবী পড়ুয়াদের জন্যও থাকবে এই সুযোগ। পড়ুয়াদের পাশাপাশি এই সুযোগ পাবেন গবেষকরাও। অগাস্টেই শুরু হবে ডেটাসায়েন্সের ওপর প্রথম কোর্স। যাতে দেশের নানান প্রান্ত থেকে অনলাইনে অংশ নেবেন অনেকেই।বুধবার দেশপ্রিয় পার্কের দক্ষিণ কলকাতা সংসদ ক্লাবে স্টারএবস-এর তরফে আয়োজন করা হয় কনফারেন্সের। সেখানে বক্তব্য রাখেন চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ের অধ্যাপক সুদীপ্ত দাশগুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজত আচার্য সহ অনেকে। 

 

'১৫ অগাস্ট পর্যন্ত দেখব', আলাদা দল তৈরির হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

 '১৫-ই অগাস্ট পর্যন্ত দেখব।' তৃণমূলের দিকে আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, 'আগে পদত্যাগ করুন। দল এইসব ডেডলাইনের পরোয়া করে না।' এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দলের পর, এবার কি নিজের দল ? ২০২৬-এর বিধানসভা ভোটে একেবারে অন্য় রঙে দেখা যাবে তাঁকে ? বিধানসভা ভোটের কয়েকমাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে ? দল ছাড়বেন মুর্শিদাবাদে তৃণমূলের অন্য়তম হেভিওয়েট সংখ্য়ালঘু মুখ ? হুমায়ুন কবীর বলছেন, "১৫ অগাস্ট অবধি দেখব, যে, এই জেলার নেতাদের কোনও সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না। তারপরে একটাই অপশন আছে, মুর্শিদাবাদের সংখ্য়াগরিষ্ঠ যাঁরা মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্য়ক্তিও রয়েছেন, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলছেন যে, তাঁরা প্রস্তাব আকারে দিচ্ছেন বারবার। আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু হুমায়ুন কবীর কেন ? অনেক হুমায়ুন কবীর থাকবে।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola