Tab Scam : ট্যাব-কেলেঙ্কারির অভিযোগে ধরপাকড় পুলিশের, গ্রেফতার 'চোপড়া গ্যাং'য়ের আরও ১
ABP Ananda LIVE : ট্যাব কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার 'চোপড়া গ্যাং'য়ের আরও ১। উত্তর দিনাজপুরে হানা দিয়ে ধরল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ তাহাউদ্দিন। ধৃতের একাউন্টে ঢুকেছিল ট্যাবের টাকা।
ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগ, পুলিশের জালে আরও ১। গ্রেফতার বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা রবীন্দ্র প্রসাদ সিং। গ্রেফতার করল বর্ধমান সাইবার থানার পুলিশ । প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার।
শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় গা ঢাকা দিয়েছিল রবীন্দ্র প্রসাদ সিং। আজ শিলিগুড়ি আদালতে পেশ, ট্রানজিট রিমান্ডে আজই ধৃতকে নিয়ে যাওয়া হবে বর্ধমানে। রাজ্যে একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলেরই নেতা-মন্ত্রীরা। এবার খোদ মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। তাঁর দাবি, পুলিশের একাংশ এবং সিআইএসএফ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা টাকা খায়, আর দোষ হয় তৃণমূল নেতাদের। পুলিশকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে যাকে কড়া ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশও দেন মমতা। (Mamata Banerjee)