Anubrata Mandal: সেকেন্ড ইনিংসের প্রথম ম্যাচেই পুরনো ফর্মে কেষ্ট

Continues below advertisement

ABP Ananda Live: জেলমুক্তির পর অনুব্রত মণ্ডলের প্রথম রাজনৈতিক সভাতেই বিপত্তি। মুরারইয়ে অনুব্রতর প্রথম সভায় বিশৃঙ্খলা, তৃণমূলকর্মীদের মধ্যে বচসা। মুরারইয়ে অনুব্রতর দ্বিতীয় সভায় ভেঙে পড়ল মঞ্চ। সেকেন্ড ইনিংসের প্রথম ম্যাচেই পুরনো ফর্মে কেষ্ট। জেলমুক্তির পর প্রথম জনসভা বীরভূম তৃণমূলের সভাপতির। মুরারইয়ের সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা অনুব্রতর। খোঁজ নিলেন অনুপস্থিত কাজল শেখের। যদিও অনুব্রতর সভার আগে শুরু হয় বিশৃঙ্খলা। 

আরও খবর, কলকাতা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হাওড়ার উলুবেড়িয়া মহকুমার খালনা গ্রাম। লোকমুখে যা লক্ষ্মী গ্রাম বলে পরিচিত। আক্ষরিক অর্থে সত্যিই এই গ্রামে লক্ষ্মী দেবীর বরাবরের অধিষ্ঠান। প্রায় দেড়শো বছর আগে থেকে এই গ্রামে জাঁকজমকপূর্ণভাবে দেবী লক্ষ্মী পূজা করা হয়। দুর্গাপুজোর ঠিক পরেই কোজাগরী লক্ষ্মী পূজায় সেজে ওঠে এই গ্রাম। প্রায় শতাধিক পূজা কমিটি ধুমধাম করে লক্ষ্মী পূজার আয়োজন করে। বিশাল মন্ডপ,চোখ ধাঁধানো আলোক মেলা, নানা থিমের পুজা দেখতে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ। ১৬ -১৮ অক্টোবর চলবে এই পুজো। থাকছে কার্নিভাল ও। সমুদ্রের তলদেশের চিত্র, ইচ্ছেডানা বা রাধা কৃষ্ণের কুঠি ; এরকম নানা থিমে সেজে উঠেছে পূজা। আর তা দেখতেই আশেপাশের গ্রাম সহ কলকাতা থেকে অসংখ্য মানুষ ভীড় জমাচ্ছেন এই পুজো দেখতে ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram