TMC News: এবার নারদাকে অস্ত্র করে সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ
ABP Ananda Live: কোনও বিরোধী দল নয়, নারদকাণ্ডের প্রসঙ্গ খুঁচিয়ে তুলে, সরাসরি ফিরহাদ হাকিম এবং সৌগত রায়কে আক্রমণ করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশি ব্য়র্থতা নিয়ে মুখ খোলায় সুর চড়িয়ে তৃণমূল সাংসদ বললেন, ওরাও তো দুর্নীতিতে অভিযুক্ত, তাহলে ওরা এখনও দলে আছে কেন? ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সৌগত রায় পাল্টা কটাক্ষ করে বললেন, কল্য়াণ তো সংসদীয় বৈঠকে বোতল ভেঙেছে, তা নিয়েও আমি কিছু বলেছি!
বিরোধীরা নয়, এবার নারদাকে অস্ত্র করে সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দু'জনেই ইনভলভড রয়েছে। কেন রয়েছে? : কল্যাণ। 'ববিদা, মদন মিত্ররা তো জেল খেটেছেন', অভিষেকের হয়ে ব্যাটিংয়ের পর ফিরহাদ-মদনের আক্রমণের পাল্টা জবাব হুমায়ুনের। সিপিএমের পেটোয়া লোক, তাঁর প্রোগ্রামে চলে যাচ্ছে। আমরা জানতে পারি না...সেল্ফ ইন্টারেস্ট: জাভেদ। দেবাশিস কুমরারের ভূমিকায় প্রশ্ন জাভেদের। বুধবার ব্যপাক রদবদল হয় কলকাতা ও রাজ্য পুলিশে। সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেলেই থাকতে হবে বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে। ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি এজেন্সির। ১৬ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, কোর্টে জানাল জেল কর্তৃপক্ষ।