West Bengal News : বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তৃণমূলের | ABP Ananda Live
West Bengal Assembly : বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে টানটান পরিস্থিতি। তৃণমূল বনাম বিজেপি সংঘাত তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে বিধানসভার স্পিকারের কাছে ফের অভিযোগ করেছে তৃণমূল। একই ইস্যুতে এই নিয়ে এটা তাদের দ্বিতীয় অভিযোগ। বিজেপির পাল্টা অভিযোগ, শুভেনদু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়, তাঁকে উদ্দেশ্য় করে গতকালও চোর স্লোগান দিয়েছে তৃণমূল শিবির। তৃণমূল শিবিরের অভিযোগ, বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং তাপস রায়। তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের অভিযোগপত্র সচিবের মাধ্যমে হেয়ার স্ট্রিট থানায় পাঠান অধ্যক্ষ। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। জাতীয় সঙ্গীত অবমাননা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। FIR-এ বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর নাম যুক্ত করার জন্য পুলিশ আদালতে আর্জি জানাবে বলে সূত্রের খবর।