Corona : কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল আরও এক করোনা আক্রান্ত যাত্রী। Bangla News

Continues below advertisement

কলকাতায় কোভিড পজিটিভ ব্রিটিশ পর্যটক মহিলা। দমদম বিমানবন্দর থেকে ভর্তি বেলেঘাটা আই়ডি-তে। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ব্রিটিশ পর্যটক। আইসোলেশনে রাখা হয়েছে, জানানো হয়েছে ব্রিটেনের দূতাবাসকে, জানালেন স্বাস্থ্যসচিব। বিদেশ থেকে ফেরা আরও এক যাত্রী করোনা আক্রান্ত। শনিবার মধ্যরাতে এয়ার এশিয়ার বিমানে ব্যাঙ্কক কলকাতায় আসেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি বিহারের দ্বারভাঙায়।
কলকাতা বিমানবন্দরেই পরীক্ষায় করোনা ধরা পড়ে ওই ব্যক্তির। এর আগে ইংল্যান্ড ও মায়ানমার থেকে আসা ৪ বিদেশি পর্যটকের কোভিড পজিটিভ।
এঁরা সবাই বুদ্ধগয়ায় ঘুরতে আসছিলেন। যদিও স্বস্তি দিয়ে আজ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা গতকালের তুলনায় ১০ শতাংশ কমল। গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর। দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram