SSC Scam Verdict: কী ভাবে চাকরি চুরি? হাইকোর্টের রায়ে চাকরি ফাঁস। ABP Ananda Live

Continues below advertisement

ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বড় ধাক্কা রাজ্যের। ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট (Calcutta High Court Verdict)। '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ', নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। ২০১৬-র সমস্ত নিয়োগ বাতিল করল হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশ। ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। হাইকোর্টের রায়ে খুশি নয় এসএসসি, যাচ্ছে সুপ্রিম কোর্টে, জানালেন চেয়ারম্যান। সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ। ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই: হাইকোর্ট। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ। ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ প্যানেল বাতিল। অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছিল, তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই। সোমা দাসের চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ। টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের। ১২% সুদ-সহ মেয়াদ উত্তীর্ণদের বেতন ফেরতের নির্দেশ। ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট (OMR Sheet) পুনর্মূল্যায়নের নির্দেশ। ১ হাজার ১৩৫ দিনে গাঁধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্না। ৫৯৯ দিনে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram