Republic Day Parade : ২ বছর পরে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো, থিম দুর্গাপুজো। Bangla News
Continues below advertisement
২ বছর পর অবশেষে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) রাজপথে থাকছে বাংলার ট্যাবলো (Tablaue of West Bengal)। এবার থিম দুর্গাপুজো (Durga Puja Theme)। ঠাকুর দালানে সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলিছে ইতিমধ্যেই। স্বাগত জানালেও, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।
Continues below advertisement