Kuntal Ghosh : নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে নজর ইডি-র। Bangla News

Continues below advertisement

নিয়োগ-দুর্নীতিতে (SSC Scam) গ্রেফতার তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) জোড়া ডায়েরিতে নজর ইডি-র। ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক কত, মর্মোদ্ধারে ব্যস্ত ইডি, খবর সূত্রের। কুন্তলকে জেরা করে সেই সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি (ED)। এদিকে সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর পর আরও সতর্ক ইডি। কুন্তলকে জেরা করার সময় আগাগোড়া ভিডিওগ্রাফি (Videography) করা হচ্ছে, খবর সূত্রের। যাতে পরে কোনওরকম অত্যাচারের অভিযোগ না করতে পারেন কুন্তল, খবর সূত্রের। জেরা যখন করা হচ্ছে না, তখনও কুন্তলকে রাখা হচ্ছে সিসি ক্যামেরার (CCTV Camera) নজরে। রাতে কুন্তলের উপর নজর রাখতে থাকছেন ইডি-র সিনিয়র আধিকারিক।


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram