Cyclone Remal: রবিবারে সন্ধ্যে থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করবে? ঠিক কোন সময়ে ঢুকবে রেমাল?

Continues below advertisement

রবিবারে সন্ধ্যে থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করবে? ঠিক কোন সময়ে ঢুকবে রেমাল? বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ রাতেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে বাংলাদেশ ও রাজ্য়ের উপকূলভাগে। তার জেরে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়ার সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার, অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওয়া, হুগলি ও কলকাতায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।                                                                           

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram