Weather Today: দক্ষিণবঙ্গে আজও বজায় থাকবে চরম অস্বস্তি, কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা?

Continues below advertisement

এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। উল্টে গরম ও অস্বস্তি ক্রমেই বাড়ছে। দু'দিনে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।                          

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram