Weather Update: তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে নিম্নচাপ তৈরির আশঙ্কা । ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় পশ্চিমবঙ্গে । আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে । আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও । আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়
আরও খবর..
ফের চরমে রাজ্য়পাল-মুখ্য়মন্ত্রী সংঘাত। এবার মুখ্য়মন্ত্রীকে সামাজিক বয়কটের ঘোযণা করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনের মাঝেই ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। অন্য়দিকে, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ মন্তব্য়কে নাটক বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
পরপর ৩ দিন ভেস্তে গেল বৈঠক, এখনও অধরা রফাসূত্র । স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। অবস্থানে অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বৈঠকে লাইভ স্ট্রিমিং-য়ের দাবি আন্দোলনকারীদের। বৈঠকে সরাসরি সম্প্রচারে আপত্তি নবান্নের।