Westbengal Weather Update: এসপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা? কী বলছে হাওয়া অফিস? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: দক্ষিণবঙ্গে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে ঢুকবে বর্ষা। কাল সন্ধেয় কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কাল পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। কাল দুপুরের পর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আরও ৫ দিন ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

পাশাপাশি, একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram