Gardenreach Incident: গার্ডেনরিচে একটি বহুতলের উপর হেলে পড়েছে আরেকটি বহুতল! কী বলছেন বাসিন্দারা?
Kolkata News: গার্ডেনরিচের (Gardenreach Incident) পাহাড়পুরে বিপজ্জনক ভাবে হেলে রয়েছে অন্তত ৬টি বাড়ি, যে কোনও সময় ফের ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। 'সার্ভে করতে বেরিয়ে ৬টি হেলে থাকা বাড়িকে চিহ্নিত করেছে পুর কর্তৃপক্ষ'। 'প্রাথমিক ভাবে খতিয়ে দেখা হবে বাড়িগুলির বর্তমান পরিস্থিতি'। 'বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য প্রোমোটারকে পাঠানো হবে নোটিস'। প্রোমোটার ব্যর্থ হলে পদক্ষেপ করবে পুরসভা: সূত্র। 'গার্ডেনরিচের হরিবাবু পল্লিতে অনুমতি ছাড়াই তৈরি হওয়া আরও ৫টি বাড়ির হদিশ'। প্রোমোটারদের নোটিস পাঠিয়ে ডেকে পাঠাবে পুরসভা: সূত্র। গার্ডেনরিচে মৃত্যুমিছিলের পর ঘুম ভেঙেছে কলকাতা পুরসভার। আজ থেকে শহরে বেআইনি নির্মাণ খুঁজতে বেরোবেন পুর আধিকারিকরা। সকাল সাড়ে ১০টায় বরো অফিসগুলি থেকে বেরোবেন বিল্ডিং বিভাগের কর্তারা। বরো অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। ABP Ananda Live