Rujira Banerjee: ইডি-র তলবে হাজিরা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, লিপস অ্যান্ড বাউন্ডসে কী ভূমিকা? ABP Ananda Live
Continues below advertisement
Leaps and bounds: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (ED)-র তলবে সিজিও কমপ্লেক্সে (cgo complex) রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। সকাল ১০.৫৭: সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and bouns)-যোগে অভিষেক-পত্নীকে তলব। এর আগে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling) রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই প্রথম অভিষেক-জায়াকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে রুজিরাকে তলব: সূত্র
Continues below advertisement