RG Kar Student Death: আন্দোলনকারীদের রুখতে কী কী ব্য়বস্থা নিয়েছে পুলিশ? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, কর্মসূচিতে যোগ দেবে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠন, আদিবাসীদের দুটি সংগঠন এবং অস্থায়ী কর্মীরা । সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। দুটি কর্মসূচির অনুমতি না দিলেও, আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার ব্লু প্রিন্ট তৈরি করতে সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, হাওড়ার সিপি ও পুলিশ সুপার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠক করেন। সূত্রের খবর, হাওড়া ময়দান, ফোরশোর রোড ,মন্দিরতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসছে ব্যারিকেড। লাগানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা। চারজন আইজি র‍্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও থাকছেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। রাস্তায় নামবেন ২১০০ পুলিশ কর্মী।
হাওড়া ছাড়াও কলকাতা-সহ অন্যান্য কমিশনারেট থেকেও আনা হচ্ছে ফোর্স। থাকছে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা। খতিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশন, নবান্ন, সাঁতরাগাছির আশপাশের হোটেলগুলির রেজিস্টার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram