Subiresh Bhattacharya: 'সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে কী পদক্ষেপ করেছেন?' CBI-কে প্রশ্ন বিচারপতির | Bangla News
সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে কী পদক্ষেপ করেছেন? সিবিআই কে প্রশ্ন বিচারপতির। নবম-দশম দুর্নীতি মামলায় হেফাজতে সুবীরেশ ভট্টাচার্য। এবার গ্রুপ-সি মামলাতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে নিম্ন আদালত। ২২ ডিসেম্বর সেই মামলার শুনানি। সেদিন তাকে নিম্ন আদালতে পেশ করবে জেল কর্তৃপক্ষ, জানাল সিবিআই। জেল থেকে আদালতের দূরত্ব ২ কিমি-র ও কম, এত সময় কেন লাগবে? প্রশ্ন তুলে দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারকের রিপোর্ট তলব আদালতের। ২০ শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট তলব আদালতের। সুবীরেশ ভট্টাচার্যকে তিহার জেল থেকে নিয়ে আসা হবে নাকি? প্রশ্ন বিচারপতির। সিবিআইয়ের বিশেষ আদালতের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'সিবিআই বিচারককে জানাবেন তাঁর ভূমিকায় আমি খুশি নই। চাকরিপ্রার্থীরা রাস্তায়, আর একজন অভিযুক্তকে পেশ করতে ১০ দিন সময় দেওয়া হচ্ছে !' সিবিআইয়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিম্ন আদালতে দ্রুত শুনানির জন্য আবেদন করুক সিবিআই, নির্দেশ বিচারপতির।