Rampurhat: রোগীমৃত্যু হলেই মৃতের আত্মীয় সেজে ডাক্তারের থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ | ABP Ananda LIVE
Continues below advertisement
নার্সিংহোমে রোগীমৃত্যু হলেই মৃতের আত্মীয় সেজে ডাক্তারের থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ । ১১ লক্ষ টাকা হাতানোর অভিযোগ রামপুরহাটের চিকিৎসক সাদাক্কাস আলির । 'টাকা না দিলে চলছে হেনস্থা, দেওয়া হচ্ছে প্রাণে মারার হুমকি'
রামপুরহাটে সক্রিয় দুষ্কৃতীচক্র, অভিযোগ ডাক্তারদের । জানিয়েও লাভ হয়নি, রামপুরহাট থানার বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ । রামপুরহাটের এসডিপিও-র কাছে অভিযোগ আইএমএ-র । হেনস্থা বন্ধ না হলে চিকিৎসা বন্ধের হুঁশিয়ারি ডাক্তার সংগঠনের
Continues below advertisement