Jharkhand: তোলাবাজির অভিযোগে ধৃত ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারের বিপুল সম্পত্তির হদিশ
Continues below advertisement
তোলাবাজির অভিযোগে ধৃত ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমারের বিপুল সম্পত্তির হদিশ। রাঁচিতে আইনজীবীর বাড়ি, অফিস-সহ ৩টি জায়গায় কলকাতা পুলিশের তল্লাশি। মিলেছে কালো ডায়েরি, খবর পুলিশ সূত্রে। টাকা লেনদেনের তথ্য ডায়েরিতে, দাবি পুলিশের। ওই আইনজীবীর রাঁচিতে তিনতলা বাড়ি ছাড়াও রয়েছে ১৬টা ফ্ল্যাট, খবর সূত্রের। রাঁচি থেকে ৩০ কিলোমিটার দূরে ৭ একর জায়গা জুড়ে আছে ফার্ম হাউসও, খবর সূত্রের। ওই আইনজীবীর ফ্ল্যাট নয়ডায়, অফিস গ্রেটার কৈলাসে, দাবি কলকাতা পুলিশের । কীভাবে এই বিপুল সম্পত্তি? টাকার উত্সই বা কী? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Rajeev Kumar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ