Bird Flu: ৫ বছর পর দেশে ফিরল বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত এক শিশু। ABP Ananda Live

Continues below advertisement

৫ বছর পর দেশে ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার  রিপোর্টে উল্লেখ, বার্ড ফ্লু-তে আক্রান্ত এই রাজ্যের চার বছরের এক শিশু। ২২ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হয়েছে তথ্য। গত ২৬ জানুয়ারি সর্দি-কাশি ও পেট ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় শিশুকে। ১ ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। ২৮ ফেব্রুয়ারি শিশুকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। ৩ মার্চ ফের শ্বাসকষ্ট হওয়ায় সরকারি হাসপাতালের ICU-তে ভর্তি করা হয়। ২৬ এপ্রিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয় নমুনা। সেখানেই বার্ড ফ্লু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই একটি অনুসন্ধান দল গঠন করা হয় রাজ্য সরকারের তরফে। স্থানীয় একটি পোলট্রির সংস্পর্শে থাকায় বার্ড ফ্লু-তে আক্রান্ত হয় শিশু, রিপোর্ট দেয় সরকারের গড়া অনুসন্ধান কমিটি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram